
দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ আগামী কয়েক মাসের মধ্যেই করোনা মহামারি নিয়ন্ত্রণে আনা সম্ভব। এমনটাই মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক ব্রিফিংয়ে সংস্থার প্রধান তেদরস আধানম গেব্রেয়েসাস বলেন, করোনা নিয়ন্ত্রণে আনার প্রয়োজনীয় হাতিয়ার রয়েছে। ধারাবাহিকভাবে এবং সমানভাবে এসব হাতিয়ারের প্রয়োগ করলে করোনা ঠেকানো সম্ভব। তবে, ২৫ থেকে ৫৯ বছর বয়সীদের মধ্যে আশঙ্কাজনক হারে সংক্রমণ বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বিশ্বে করোনার অধিক সংক্রামক ধরণ ছড়িয়ে পড়ায় এটি হতে পারে বলে ধারণা করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। ব্রিফিংয়ে ভার্চুয়ালি আরো যুক্ত হন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।