ঢাকাশনিবার , ২৪ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

ইন্দোনেশিয়ার সাবমেরিনের খোঁজে যোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রও

দিনাজপুর বার্তা
এপ্রিল ২৪, ২০২১ ২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ বালি দ্বীপের উত্তরে মহড়ার সময় ৫৩ আরোহীসহ নিখোঁজ ইন্দোনেশিয়ার সাবমেরিনের সন্ধানে বিমান সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। বুধবার থেকে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন কেআরআই নাংগালা-৪০২ যদি কোনো দুর্ঘটনায় নাও পড়ে, তাও এর নাবিকদের জন্য মজুদ থাকা অক্সিজেন শেষ হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি বলে অনুমান কর্তৃপক্ষের। বিবিসি জানিয়েছে, আরোহীদের জীবিত উদ্ধারের চেষ্টায় শুক্রবার সকাল থেকে এক হাজার ৩৯৫ টন ওজনের সাবমেরিনটির খোঁজে তৎপরতা আরও জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ সমুদ্রের একটি স্থানে ৫০ থেকে ১০০ মিটার গভীরে ভাসমান একটি বস্তু শনাক্ত করার কথা জানায়; বস্তুটি নিখোঁজ কেআরআই নাংগালা-৪০২ হতে পারে এ আশায় সেখানে সোনার ব্যবস্থাপনা সমৃদ্ধ জাহাজ পাঠানো হয়েছে। এর আগে বিমান থেকে চালানো অনুসন্ধানে সাবমেরিনটি পানিতে ডুব দেওয়ার জায়গার কাছে তেল ছড়িয়ে থাকতে দেখা যায়; এ দেখে সাবমেরিনটির ফুয়েল ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে অনেকে ধারণা করছেন। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, ইন্দোনেশিয়ার সরকারের অনুরোধে তারা অনুসন্ধান তৎপরতায় সহযোগিতা করছেন। ইন্দোনেশিয়ার নিখোঁজ এ সাবমেরিনটির অনুসন্ধানে এরইমধ্যে ৬টি যুদ্ধজাহাজ, একটি হেলিকপ্টার ও ৪০০ জনকে মোতায়েন করা হয়েছে। সিঙ্গাপুর ও মালয়েশিয়া উদ্ধার কাজে সহায়তা করতে জাহাজ পাঠিয়েছে। অস্ট্রেলিয়া, ফ্রান্স ও জার্মানিও সহযোগিতার আশ্বাস দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।