ঢাকাবৃহস্পতিবার , ২৯ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য সামান্য: যুবরাজ মোহাম্মদ

দিনাজপুর বার্তা
এপ্রিল ২৯, ২০২১ ২:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সঙ্গে সৌদি আরবের খুব সামান্য মতপার্থক্য আছে বলে মন্তব্য করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার এক টিভি সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দেশটির নেতা এমন মন্তব্য করেন বলে বার্তাসংস্থা রয়টার্স জানায়। মোহাম্মদ বিন সালমান বলেন, “সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের স্বার্থের প্রশ্নে বাইডেন প্রশাসনের সঙ্গে আমরা ৯০ শতাংশেরও বেশি বিষয়ে একমত এবং আমরা সেটা আরও জোরদার করার জন্য কাজ করছি। “যেসব বিষয়ে আমাদের ভিন্নমত রয়েছে তা ১০ শতাংশেরও কম এবং আমরা সেসবের সমাধানে বোঝাপড়ার কাজ করছিৃ এ বিষেয় কোনো সন্দেহ নেই যে যুক্তরাষ্ট্র আমাদের কৌশলগত অংশীদার।” তবে কোনো ধরনের চাপ কিংবা অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। ১০১৭ সালে ক্ষমতায় আসা যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, ভারত, রাশিয়া ও চীনের সাথেও কৌশলগত অংশীদারিত্ব তৈরি করছে সৌদি আরব। মানবাধিকার পরিস্থিতি এবং ইয়েমেনে যুদ্ধের বিষয়ে রিয়াদের সাথে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় কঠোর অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এবছরের শুরুতে বাইডেন প্রশাসনের পক্ষে প্রকাশিত যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, ১০১৮ সালে সৌদি আরবের নির্বাসিত সাংবাদিক জামাল খাশুগজিকে হত্যার অনুমোদন দিয়েছিলেন প্রিন্স সালমান, যা তিনি প্রত্যাখ্যান করেন। এছাড়া ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে সৌদি নেতৃত্বের জোটের ওপর থেকেও সমর্থন তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।