ঢাকাবৃহস্পতিবার , ২৯ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে টিকাগ্রহণকারীদের মাস্ক পরার বাধ্যবাধকতা শিথিল

দিনাজপুর বার্তা
এপ্রিল ২৯, ২০২১ ২:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ করোনাভাইরাসের টিকার সবগুলো ডোজ নিয়েছেন এমন ব্যক্তিদের বাইরে চলাফেরায় ফেইস মাস্ক পরার বাধ্যবাধকতা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। সেন্টার ফর ডিজিজ কনট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) মঙ্গলবার এ বিষয়ে নীতিমালা প্রকাশ করে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে। পুরোপুরি টিকাপ্রাপ্ত যুক্তরাষ্ট্রবাসীর ক্ষেত্রে বাইরে একা অথবা সঙ্গীসহ হাঁটাচলা, দৌড়ানো, পাহাড়ে চড়া বা সাইকেল চালনায় এবং ঘরের ভেতরে ছোট জমায়েতে মাস্ক পড়ার বাধ্যবাধকতা নেই। সিডিসির নীতিমালায় বলা হয়, বাইরের পরিবেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার হার এখন এতোটাই কমে এসেছে যে যারা এখনও টিকা নেয়নি তাদেরও বাইরে হাঁটা, দৌঁড়ানো, পাহাড়ে চড়ায় বা পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে সময় কাটানোর ক্ষেত্রে মাস্ক পড়া জরুরি নয়। ছোটখাটো জমায়েতে যেখানে প্রত্যেকেই পুরোপুরি টিকাগ্রহণ করেছেন সেখানেও মাস্ক ব্যবহার করার বাধ্যবাধকতা ফুরিয়েছে বলে জানিয়েছে সিডিসি। তবে দেশের যেসব এলাকায় এখনও করোনাভাইরাসের সংক্রমণের হার কমেনি সেসব এলাকায় এবং বড় জনাসমাগম বা ভিড়ে সংক্রমণের ঝুঁকি কাটেনি বলেও সিডিসির নীতিমালায় সতর্ক করা হয়েছে। সিডিসির পরিচালক ড. রোশেলে ওয়ালেনস্কি বলেন, টিকাদানের হারের ঊর্ধ্বগতি এবং নতুন করে সংক্রমিতের সংখ্যা কমতে থাকায় তিনি এখন অনেক বেশি আশাবাদী। কয়েক সপ্তাহ আগেও কোভিড-১৯ মহামারী পরিস্থিতি নিয়ে অনেকটাই হতাশা প্রকাশ করেছিলেন তিনি। নিউ ইয়র্ক টাইমস-এর ডেটাবেজ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে দৈনিক নতুন সংক্রমিতের সংখ্যা গড়ে ৫৫ হাজার, যা দুই সপ্তাহ আগের হিসাবের চেয়ে ২০ শতাংশ কম। সিডিসি-র এই নতুন পরামর্শ নীতিমালার বিষয়ে মঙ্গলবার বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের। তার প্রশাসনের লক্ষ্য এ বছরের গ্রীষ্মের মধ্যেই যুক্তরাষ্ট্রের বেশিরভাগ প্রাপ্তবয়স্ক নাগরিককে টিকাদানের আওতায় আনা এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় দেশকে ফিরিয়ে নেওয়া। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪২ শতাংশ মানুষ দুটি ডোজ নিতে হয় এমন টিকার অন্তত এক ডোজ গ্রহণ করেছেন এবং ২৯ শতাংশ দুই ডোজই নিয়েছেন। করোনাভাইরাসে সংক্রমণের কারণে প্রাণবিপন্ন হওয়ার মতো অসুস্থ হয়ে পড়া ঠেকাতে টিকা খুবই কার্যকর বলে এরইমধ্যে প্রমাণিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।