ঢাকারবিবার , ৯ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

টিকা উৎপাদনকারী দেশগুলোকে টিকা রপ্তানির তাগিদ ইউরোপীয় ইউনিয়নের

দিনাজপুর বার্তা
মে ৯, ২০২১ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ যুক্তরাষ্ট্র ও অন্যান্য টিকা উৎপাদনকারী দেশগুলোকে টিকা রপ্তানির তাগিদ দিয়েছেন ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডান লিয়েন। শুক্রবার পর্তুগালে ইউরোপীয় ইউনিয়নের এক সামিটে টিকা উৎপাদনকারী দেশগুলোর প্রতি এই আহ্বান জানান তিনি। সামিটে তিনি বলেন ইউরোপীয় ইউনিয়ন যেভাবে উৎপাদিত টিকা দেশে দেশে রপ্তানি করে চলেছে অন্য দেশগুলোরও তা অনুসরণ করা উচিত। এসময় তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নই একমাত্র গণতান্ত্রিক অঞ্চল হিসেবে বিশ্বে বড় পরিসরে টিকা রপ্তানি করছে। ইউতে উৎপাদিত টিকার ৫০ শতাংশ রপ্তানি হচ্ছে বিশ্বের ৯০টি দেশে। রপ্তানির নানা সমস্যা কাটাতে উৎপাদন বাড়ানো ও করোনা মোকাবিলায় অর্ডার করা টিকার দ্রুত সরবরাহ নিশ্চিত করার বিকল্প নেই বলেও জানান ইইউ কমিশনের সভাপতি উরসুলা। এ ছাড়া টিকা উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপরও তাগিদ দেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।