ঢাকারবিবার , ৯ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

চীনের সিনোফার্ম টিকার অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দিনাজপুর বার্তা
মে ৯, ২০২১ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ মহামারি করোনাভাইরাসের এই সময় জরুরি ব্যবহারের জন্য চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোফার্মের টিকার অনুমোদন দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য। প্রতিবেদন থেকে জানা গেছে, চীনের এই টিকার অনুমোদন করোনা রোধে টিকার নিরাপত্তা ও কার্যকারিতার বিষয়ে জাতীয় নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সবুজ সংকেতের ইঙ্গিত। ফলে বিশ্বের দরিদ্র দেশগুলোয় করোনার টিকা সরবরাহের কর্মসূচি কোভ্যাক্সে এ টিকার অন্তর্ভুক্তির অনুমোদন সহজেই পাওয়া যাবে। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা রোধে ফাইজার-বায়োএনটেক, অ্যাস্ট্রাজেনেকা, জনসন ও জনসন এবং মডার্নার টিকার জরুরি অনুমোদন দিয়েছে। এদিকে গত ২৯ এপ্রিল বাংলাদেশ সরকার সিনোফার্মের টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়। ভারত সেরাম ইনস্টিটিউট তাদের টিকা রপ্তানি স্থগিতের ঘোষণা দিলে এই সিদ্ধান্ত নেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।