দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ ইরানের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার কমান্ডারকে চিঠি পাঠিয়েছেন। ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডের কমান্ডার মোহাম্মাদ দেইফের কাছে লেখা চিঠিতে তিনি বলেছেন, ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে যুদ্ধের নতুন পর্যায় সবেমাত্র শুরু হয়েছে। তিনি হামাসের সামরিক কমান্ডারকে আরো লিখেছেন, আপনারা নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেছেন এবং দখলদার শত্রুকে আতঙ্ক, পরাজয় ও অবমাননার স্বাদ আস্বাদন করিয়েছেন; আল-কুদস (বায়তুল মুকাদ্দাস) বিজয়ী হবেই। ইরানি জেনারেল তার চিঠিতে লিখেছেন, গাজার যে অধিবাসীরা প্রতিরোধ আন্দোলনকে বুকে জড়িয়ে নিয়েছে তাদের প্রতি ইরানি জনগণের পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম। আপনারা ইহুদিবাদী শত্রুর পাশবিকতা ও বর্বরতার বিরুদ্ধে দৃঢ় প্রত্যয় নিয়ে রুখে দাঁড়িয়েছেন। জেনারেল কায়ানি বলেন, ফিলিস্তিনি জনগণ প্রমাণ করেছেন, শত ষড়যন্ত্র সত্ত্বেও তারা এখনো জীবিত রয়েছেন এবং সময়ের আবর্তে তাদের মাতৃভূমি পুনরুদ্ধারের অধিকারকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। ইরানের কুদস ফোর্সের কমান্ডার তার চিঠিতে আরো লিখেছেন, গাজার সবগুলো প্রতিরোধ আন্দোলন ঐক্যবদ্ধভাবে ‘শোর্ড অব কুদস’ নামক যে অভিযান শুরু করেছে তা ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে যুদ্ধের নয়া অধ্যায়ের সূচনা করেছে। জেনারেল কায়ানির চিঠির শেষাংশে বলা হয়েছে, “ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর ভাষায় ইহুদিবাদী ইসরাইলের ধ্বংসের উল্টো গণনা শুরু হয়ে গেছে এবং তা কখনো বন্ধ হওয়ার নয়।” ইসরাইলি দমন-পীড়ন ও গণহত্যার বিরুদ্ধে যে ফিলিস্তিনিদের একমাত্র হাতিয়ার ছিল ইট-পাথর ও গুলতি গতকাল তাদের পক্ষ থেকে গোটা ইসরাইল জুড়ে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পেছনে ইরানের বড় অবদান রয়েছে বলে মনে করা হয়। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো তাদের পাশে থাকার জন্য এরইমধ্যে ইরানের সর্বোচ্চ নেতার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। -পার্সটুডে