ঢাকাবৃহস্পতিবার , ২৭ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

ইয়াসের প্রভাবে ওড়িশায় ২ জন নিহত

দিনাজপুর বার্তা
মে ২৭, ২০২১ ৩:১১ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভারতের ওড়িশায় অন্তত দু’জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া অন্তত ১০ লাখ মানুষকে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। খবর আল জাজিরার। ওড়িশার কেওনঝড় জেলার পঞ্চপল্লী গ্রামে গাছের নিচে চাপা পড়ে একজন মারা গেছেন। স্থানীয় কর্মকর্তা সরোজ কুমার দত্ত এ তথ্য জানিয়েছেন। রাজ্যের ময়ূরভঞ্জ জেলার জগন্নাথ খুন্তা গ্রামের একটি পুকুর থেকে ১৫ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী। ওড়িশায় বুধবার সকালে আঘান হানে ইয়াস। ১৪০ কিলোমিটার বেগে বাতাস চলেছে সেখানে। ভারতের আবহাওয়া বিভাগ ‘ইয়াসকে অতি মারাত্মক ঝড়’ হিসেবে অভিহিত করেছে। টেলিভিশনের প্রতিবেদনে দেখা যায়, ওড়িশার সাগর ভিষণ উত্তাল, প্রবল বাতাস বইছে এবং বৃষ্টি হচ্ছে। আবহাওয়া বিভাগের মহাপরিচালক বলেন, ‘সকাল ৯টা নাগাদ স্থলভাগে আঘাত হানে ইয়াস। এটি তিন-চার ঘণ্টা ধরে চলবে।‘ দুপুরের মধ্যে ইয়াস ওড়িশা পার হয়ে পার্শবর্তী পশ্চিমবঙ্গে আঘাত হানবে। বিজ্ঞানীরা বলছেন, ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে সম্প্রতি বেশ ঘন ঘন ঘূর্ণিঝড় হচ্ছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে ঘূর্ণিঝড় বেশি হচ্ছে আর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে উপকূলীয় অঞ্চলে। গত সপ্তাহে ভারতের পশ্চিম উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় তাওকতে। এতে অন্তত ১৫৫ জন নিহত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।