দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ মিয়ানমারে এইয়ারওয়াদি নদীর পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনীর সাথে গ্রামবাসীদের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে। শুক্রবার মধ্যরাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে অনেকে। দেশটির প্রধান শহর ইয়াংগুন থেকে প্রায় একশ ৫০ কিলোমিটার উত্তর পশ্চিমে হালায়াসওয়ে গ্রামে তল্লাশি শুরু করে সেনারা। তখন গ্রামবাসীরা গুলতি ও তীর ধনুক নিয়ে প্রতিরোধ করলে সংঘর্ষ বাঁধে। ১লা ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে দেশজুড়ে অস্থিরতা বিরাজ করছে। সেনাঅভ্যুত্থান বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় সাড়ে আটশ মানুষ মারা গেছে। সাড়ে চার হাজার বিক্ষোভকারী কারাগারে বন্দি রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।