
শনিবার, ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২রা রমজান, ১৪৪৪ হিজরি
দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত একটি রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ওই গুদামে রাখা রাসায়নিক থেকেই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুবাইয়ের আল কুজ বাণিজ্যিক এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে প্রচুর দাহ্য পদার্থ রাখা হয়েছিল। এগুলো থেকেই কোনভাবে আগুন ধরে গেছে। তবে পুরো ঘটনা এখনও পরিষ্কার নয়। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়েছে কীনা সে বিষয়ে এখনও কোনো তথ্য জানা যায়নি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে ওই গুদাম থেকে ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে। স্থানীয় সময় রোববার সকাল ১১টা ৯ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর পরই সেখানে পৌঁছায় দমকল বাহিনী। তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
দিনাজপুর, বাংলাদেশ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৪৮ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:০৫ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:১২ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:৩৬ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৬:১৯ অপরাহ্ণ |
এশা | রাত ৭:৩৫ অপরাহ্ণ |