
দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় দাতব্য কাজের অংশ হিসেবে চলা এক সাইকেল রেলিতে ট্রাক উঠিয়ে দেয়ায় আহত হয়েছেন ৬ জন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সবার বয়স ৫৫ বছরের উপরে।স্থানীয় সময় গতকাল রোববার সকালে এই ঘটনা ঘটে। বার্তাসংস্তা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়। ঘটনার পর পালিয়ে পাওয়ার সময় সন্দেহভাজন ট্রাক চালককে গুলি করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় চালককে ধরতে সক্ষম হয় তারা। সাইকেল রাইডের আয়োজকরা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। এঘটনার তদন্ত শুরু করেছে অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ। রাজ্যের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অর্থ সংগ্রহের জন্য ৯৩ কিলোমিটারের এই সাইকেল রেলির আয়োজন করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।