ঢাকাসোমবার , ২১ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

স্কুলের ভবন ধসে ৫ শ্রমিক নিহত

দিনাজপুর বার্তা
জুন ২১, ২০২১ ৩:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ বেলজিয়ামের অ্যান্টওয়ার্প শহরে নির্মাণ কাজ চলার সময় স্কুলের ভবন ধসে ৫ শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার বিকেলে দেশটির আন্টওয়ার্প শহরের একটি স্কুলে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন। গুরুতর আহত ৩ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে সেবা দেয়া হচ্ছে। স্থানীয় গণমাধ্যম জানায়, নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ভবনটি নির্মাণ করা হচ্ছিল। বেঁধে দেয়া সময়ের মধ্যেই কাজ বুঝিয়ে দেয়ার কথা শ্রমিকদের। কিন্তু হঠাৎ করেই ভবনের একটি পাশ ধসে পড়ে। চাপা পড়ে প্রাণ হারান পাঁচজন। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায় নি। বেলজিয়াম পুলিশ জানিয়েছে, নিহত নির্মাণ শ্রমিকদের দুইজন পর্তুগাল ও রোমানিয়ার নাগরিক ছিলেন। টুইটারে দেয়া এক বার্তায় বেলজিয়ামের অগ্নিনির্বাপন বিভাগ জানিয়েছে, ভবন ধসে পড়ার ঘটনায় আহত হয়েছেন ৯ জন। তাদের মধ্যে তিনজন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি রয়েছেন। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। দুর্ঘনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন জরুরি উদ্ধার কর্মীরা। দেশটির রাজা এবং প্রধানমন্ত্রী শনিবার দুর্ঘনাস্থল পরিদর্শন করেন। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।