
দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যে সাইকেল আরোহীদের চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় এক পিক-আপ ট্রাক চালককে পুলিশ গুলি করেছে। একটি দাতব্য কাজে ওই সাইকেল আরোহীরা প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। ট্রাক চাপার ফলে তাদের মধ্যে ছয়জন গুরুতর আহত হয়েছেন। খবর বিবিসির। স্থানীয় সময় সকাল ৭:২৫ এর দিকে আরিজোনার রাজধানী ফিনিক্স থেকে ১৮০ মাইল উত্তর-পূর্বে শো লো শহরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ট্রাক চালক ৩৫ বছর বয়সী পুরুষ। সাইকেল আরোহীদের চাপা দিয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে অনুসরণ করে। পুলিশ একটি হার্ডওয়্যার দোকানের পেছন থেকে প্রায় এক মাইল দূর থেকে তাকে গুলি করে। গুলিতে সে গুরুতর আহত হলেও অবস্থা স্থিতিশীল রয়েছে। শো লো পুলিশ বিভাগের মুখপাত্র ক্রিস্টিন এম স্লেইটার বলেন, ‘আমাদের কমিউনিটি এই ঘটনায় স্থব্ধ হয়ে গেছে। আমাদের হৃদয় ও প্রার্থনা আহত ও তাদের পরিবারের সঙ্গে রয়েছে।’ পুলিশ বিভাগ জানায়, নাভাজো কাউন্টি শেরিফের কার্যালয় তাদের সহযোগিতা করছে। এ ছাড়া আরিজোনা জননিরাপত্তা বিভাগ অভিযুক্তকে গুলি করার বিষয়টি তদন্ত করছে।