ঢাকাসোমবার , ২১ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে ৬ জনকে চাপা দেয়া ট্রাক চালককে পুলিশের গুলি

দিনাজপুর বার্তা
জুন ২১, ২০২১ ৪:০১ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যে সাইকেল আরোহীদের চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় এক পিক-আপ ট্রাক চালককে পুলিশ গুলি করেছে। একটি দাতব্য কাজে ওই সাইকেল আরোহীরা প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। ট্রাক চাপার ফলে তাদের মধ্যে ছয়জন গুরুতর আহত হয়েছেন। খবর বিবিসির। স্থানীয় সময় সকাল ৭:২৫ এর দিকে আরিজোনার রাজধানী ফিনিক্স থেকে ১৮০ মাইল উত্তর-পূর্বে শো লো শহরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ট্রাক চালক ৩৫ বছর বয়সী পুরুষ। সাইকেল আরোহীদের চাপা দিয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে অনুসরণ করে। পুলিশ একটি হার্ডওয়্যার দোকানের পেছন থেকে প্রায় এক মাইল দূর থেকে তাকে গুলি করে। গুলিতে সে গুরুতর আহত হলেও অবস্থা স্থিতিশীল রয়েছে। শো লো পুলিশ বিভাগের মুখপাত্র ক্রিস্টিন এম স্লেইটার বলেন, ‘আমাদের কমিউনিটি এই ঘটনায় স্থব্ধ হয়ে গেছে। আমাদের হৃদয় ও প্রার্থনা আহত ও তাদের পরিবারের সঙ্গে রয়েছে।’ পুলিশ বিভাগ জানায়, নাভাজো কাউন্টি শেরিফের কার্যালয় তাদের সহযোগিতা করছে। এ ছাড়া আরিজোনা জননিরাপত্তা বিভাগ অভিযুক্তকে গুলি করার বিষয়টি তদন্ত করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।