দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে ১২ তলা ভবন ধসের ঘটনায় এখনো নিঁখোজ রয়েছেন একশ ৫৯ জন। এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এখনো আটকে পড়া মানুষদের জীবিত উদ্ধারের আশা প্রকাশ করছেন শহরের মেয়র ড্যানিয়েল লেভিন-কাভা। তিনি জানান, উদ্ধারকারী ও তল্লাশি দলগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া একটি পার্কিং গ্যারেজ থেকে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। সেখানে তারা ধ্বংসাবশেষের নিচে বেঁচে থাকা মানুষের সন্ধান পেয়েছে। তবে, ধ্বংসস্তূপ যেকোনো সময় সরে গিয়ে আরেকটি ধসের আশঙ্কা থাকায় উদ্ধারকাজের এই পদ্ধতি বেশ ধীরে এবং নিয়ম মেনে করা হচ্ছে। ভবনটি ধসে পড়ায় ওই কমপ্লেক্সের ১৩০টি ইউনিটের অর্ধেক ধ্বংস হয়ে গেছে। ভবন ধসের মুহূর্তে বহুতল ওই ভবনে আসলে কত মানুষের বসবাস ছিলো, তা পরিষ্কার নয়। ১৯৮০ সালে নির্মিত এ ভবনটি ভবন ধসের কারণ এখন জানা যায়নি।