দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
কক্সবাজারে অস্ত্রসহ ডাকাত সর্দার আটক
মোফাচ্ছিলুল মাজেদ মার্চ ২৫, ২০১৭, ১০:৫৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে ১,২৪৬ বার |

দিনাজপুর বার্তা২৪ ডেক্স //  কক্সবাজারের টেকনাফ উপজেলায় অস্ত্র ও গুলিসহ নুরুল আলম (৩৫) নামে এক ডাকাত সর্দারকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। গতকাল বুধবার ভোরে উপজেলার শামলাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। নুরুল ওই এলাকার ইজ্জত আলীর ছেলে। কক্সবাজার র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, দীর্ঘদিন ধরে টেকনাফ-শামলাপুর সড়কে ডাকাতি করে আসছিলেন নুরুল। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে শামলাপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাকীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ডাকাত সর্দার নুরুলকে আটক করা হয়। এ সময় দেশীয় তৈরি ৮টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। নুরুলের বিরুদ্ধে টেকনাফ থানায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ৫টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এই পাতার আরো খবর -
৫ই অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৯ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:০৯ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৪৯ অপরাহ্ণ
এশা রাত ৭:০৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO