দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
বড়পুকুরিয়ায় সার্কিট ব্রেকার বিকল: উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয়
মোফাচ্ছিলুল মাজেদ জুলাই ১৭, ২০১৭, ৫:৫৯ অপরাহ্ণ | পড়া হয়েছে ১,৮৭৯ বার |

দিনাজপুর বার্তা২৪.কম :-দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশে বড়পুকুরিয়া ২৩০/১৩২/৩৩ কেভি গ্রিড সাব স্টেশনে বিদ্যুৎ সঞ্চালনের দুটি সার্কিট ব্রেকার বিকল হওয়ায় গোটা উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দেয়। এতে উত্তরাঞ্চলের রংপুর, দিনাজপুর, বগুড়া, জয়পুরহাট, পঞ্চগড়, লালমনিরহাটসহ অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিপর্যস্ত হয়ে পড়ে।

গত রবিবার সকাল ৭টা থেকে বড়পুকুরিয়ায় পাওয়ার গ্রিড কোম্পনি অফ বাংলাদেশ লিমিটেড (পিজিসিবিএল) এর গ্রিড সাব-স্টেশনের বিদ্যুৎ সঞ্চালনের দুটি সার্কিট ব্রেকার বিকল হওয়ায় এ ঘটনা ঘটে।

বড়পুকুরিয়া পাওয়ার গ্রিড সাব-স্টেশনের রক্ষনাবেক্ষণ কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী আরিফ হোসেন জানান, গ্রিড সাব স্টেশনে বিদ্যুৎ সঞ্চালনের দুটি সার্কিট ব্রেকার বিকল হওয়ায় বিদ্যুৎ সঞ্চালন করা সম্ভব হচ্ছে না। তবে আশা করা যাচ্ছে  সোমবার সন্ধ্যার মধ্যে জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

 

এই পাতার আরো খবর -
২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৫ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:০২ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১২:১১ অপরাহ্ণ
আছরবিকাল ৪:৩৬ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৬:২০ অপরাহ্ণ
এশা রাত ৭:৩৭ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়