দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

দিনাজপুরে মা বস্ত্রালয়ের লাকী কুপনের ড্র ও ঈদ ধামাকা কনসার্ট অনুষ্ঠিত
মোফাচ্ছিলুল মাজেদ জুন ২৩, ২০১৮, ২:১৩ অপরাহ্ণ | পড়া হয়েছে ১,৩১৬ বার |

দিনাজপুর প্রতিনিধি :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দিনাজপুরে মা বস্ত্রালয়ের আয়োজনে লাকী কুপনের ড্র ও ঈদ ধামাকা কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
২২ জুন শুক্রবার রাতে শহরের মালদহপট্টিতে মা বস্ত্রালয় আয়োজিত লাকী কুপন এর ড্র অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম, দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ, মালদহপট্টি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এম প্রমেল, পাবনা সুইটস এর স্বত্ত্বাধিকারী  শ্যামল ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী প্রতাপ সাহা পানু। সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যশেষে মা বস্ত্রালয়ের  স্বত্ত্বাধিকারী  উদ্দীপ ভৌমিক এর সভাপতিত্বে লটারীর মাধ্যমে প্রথম পুরস্কার বিজয়ী বালুবাড়ি নিবাসী স্কুল শিক্ষিকা বিলকিস তহমিনা বানু এর হাতে ফ্রিজ তুলে দেন অতিথিবৃন্দ।
এছাড়াও সর্বজনপ্রিয় হারুন অর রশিদ এর উপস্থাপনায় লটারীর ড্র শেষে স্থানীয় ব্যান্ড শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা উপস্থিত সকলের হৃদয় কেড়ে নেয়।
মা বস্ত্রালয়ের ঈদ ধামাকা অফারে লটারী ড্র এর টিকিট নম্বরগুলি হলো-প্রথম পুরস্কার: ৩২৯৮, দ্বিতীয়:৫২০৫, তৃতীয়:৫১৮০, চতুর্থ:৪৫৯৯, পঞ্চম: ১৮৮৭, ৬ষ্ঠ: ৪৬২৭, সপ্তম: ১৬৯২, অষ্টম: ৪৬২১, নবম: ১৭৩৫, দশম:৪৮৪২, এগারতম: ৪৮৩৮, বারোতম: ২৩২১, তেরতম: ২৮৪১, চৌদ্দতম: ৩০১৪, পনেরতম পুরস্কার: ৭৩৪।

এই পাতার আরো খবর -
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৫ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৬ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৬ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়