ঢাকাশনিবার , ২২ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

বোদায় সোনালী আশঁ পাটের সুদিন ফিরে আসার সম্ভাবনা

দিনাজপুর বার্তা
মে ২২, ২০২১ ৪:০০ পূর্বাহ্ণ
Link Copied!

বোদা (পঞ্চগড়) সংবাদদাতা ॥ পঞ্চগড়ের বোদায় সোনালী আশঁ বলে খ্যাত পাটের সুদিন ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। চলতি মৌসুমে এ উপজেলায় পাট চাষ বৃদ্ধি পেয়েছে। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায় চলতি মৌসুমে পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩০০ হেক্টর। লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ১৫০০ হেক্টর। গত কয়েক বছর ধরে যে কৃষকরা পাট চাষ ছেড়ে দিয়েছেন, সেই সব কৃষক আবার নতুন করে পাট চাষের দিকে ঝুকে পড়েছে। কৃষকদের সাথে করা বলে জানা যায় বাজারে পাটের মুল্য কম থাকায় পাট চাষে লোকসান হওয়ায় অনেক কৃষক পাট চাষ ছেড়ে দিয়েছেন। কিন্তু বর্তমানে পাটের বাজার মুল্য ভাল হওয়ায় কৃষকরা আবার পাট চাষ শুরু করেছেন। পাট চাষে কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চালন সৃষ্টি হয়েছে। বর্তমান কৃষকরা যে ফসলের দাম ভাল সেই সব ফসল চাষের দিকে ঝুকে পড়েছেন। আবহাওয়া আনুকুলে থাকায় এবার পাট চাষের বাম্পার ফলনের আশা করছেন পাট চাষিরা। এ ব্যপারে উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ জানান, গত কয়েক বছর ধরে বাজারে পাটের দাম ভাল না থাকায় এ উপজেলার পাট চাষীরা পাট চাষে আগ্রহ হারিয়ে ফেলেছিল। কিন্তু গত বছর বাজারে পাটের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। পাটের দাম বৃদ্ধির সাথে সাথে কৃষকরা আবার নতুন করে পাট চাষ শুরু করেছেন। উপজেলা কৃষি বিভাগ পাট চাষীদের বিভিন্ন প্রকারের সহযোগিতা প্রদান করছেন বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।