বোদা (পঞ্চগড়) সংবাদদাতা ॥ পঞ্চগড়ের বোদায় করোনায় আক্রান্ত হয়ে জুয়েল (৫৫) নামের এব ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার সাকোয়া ইউনিয়নের ছত্রশিকারপুর মাষ্টারপাড়া গ্রামের। জুয়েল ঐ গ্রামের মৃত আমিনুল ইসলাম এর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ জুন অসুস্থ্য জুয়েলের করোনা পজিটিভ ধরা পড়ার পর, তাকে গত ২৮ জুন রংপুরে চিকিৎসা করার জন্য নিয়ে যাওয়া হয়। রংপুরে ৩ দিন চিকিৎসা গ্রহণ করার পর গত ৩০ জুন তাকে বাড়িতে নিয়ে আসা হয়। ০১ জুলাই বৃহস্পতিবার দুপুরে মরহুমের স্বাস্থ্য বিধি মেনে ও সামজিক দূরত্ব বজায় রেখে দাফন কার্য সম্পন্ন করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রাজিউল করিম রাজু ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ছলিমুল বারী এবং ইউ’পি চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।