বোদা (পঞ্চগড়) সংবাদদাতা ॥ পঞ্চগড়ের বোদায় করোনায় আক্রান্ত হয়ে মোঃ আবুল হোসেন (৭৫) নামের আরো একজন অবসরপ্রাপ্ত বিজিবির সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ৩ জুলাই শনিবার বোদা পৌর শহরের জমাদারপাড়া গ্রামে। মৃত ব্যক্তি উপজেলার নয়াদিঘী কান্তমনি গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ জুন বোদা সদর হাসপাতালে তার করোনা পজিটিভ ধরা পড়ে। ৩ জুলাই শনিবার সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। ৩ জুলাই শনিবার বিকেলে মরহুমকে স্বাস্থ্য বিধি মেনে ও সামজিক দূরত্ব বজায় রেখে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।