ঢাকারবিবার , ৯ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে দরিদ্র ও হতদরিদ্রের মধ্যে চিকিৎসা সেবা ও পুষ্টিকর খাদ্য বিতরণ

দিনাজপুর বার্তা
মে ৯, ২০২১ ৩:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরে দুঃস্থ ও হতদরিদ্রের মধ্যে জরুরী মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ঔষধ, নানা ধরনের ভিটামিন এবং শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণসহ চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
৮ মে শনিবার হাসনা হেনা দুঃস্থ মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে স্বাস্থ্য ও পুষ্টি, জনসংখ্যা চিকিৎসা সেবা বিষয়ক সচেতনতা মুলক কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিচালক নজমুল হুদা, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. মোঃ আব্দুল কাদের। অনুষ্ঠানে হাসনা হেনা দুঃস্থ মহিলা উন্নয়ন সংস্থার বাহাদুর বাজারস্থ প্রধান কার্যালয় সংস্থার সাধারণ সম্পাদিকা নাজমা বেগমের সঞ্চালনে সভাপতিত্ব করেন, হাসনা হেনা দুঃস্থ মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী সেহেলী আকতার ছবি। ডা. মোঃ আব্দুল কাদের মহিলা ও শিশুদের মধ্যে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। চিকিৎসা সেবা ছাড়াও কোভিট-১৯ প্রতিরোধে মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার, সিভিট, বি-কমপ্লেক্রসহ নানা ধরনের ভিটামিন দেয়া হয়। শিশুদের মধ্যে কমলা, ডিম, কলা, বিস্কিটসহ নানা ধরনের পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি নজমুল হুদা বলেন, কোভিট-১৯ এর দ্বিতীয় ঢেউ অতিক্রম করছে। আসছে তৃতীয় ঢেউ। মাস্ক ব্যবহার অতি জরুরী। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না। সর্তক থেকে সামাজিক দূরুত্ব বজায় না রাখলে পরিস্থিতি ভয়াবহ রুপ ধারণ আশংঙ্খার ইঙ্গিত দেন তিনি। আনান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন রেহেনা বেগম, নুরজাহান বেগম, রুমা খাতুন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।