দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

মুজিববর্ষ উপলক্ষে দিনাজপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচী পালন
মোফাচ্ছিলুল মাজেদ সেপ্টেম্বর ১০, ২০২১, ১২:১৪ অপরাহ্ণ | পড়া হয়েছে ৩৯১ বার |

প্রেস বিজ্ঞপ্তি : ০৭-০৯-২০২১ তারিখ রোজ মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকায় উপমহাপরিদর্শকের কার্যালয়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, দিনাজপুর কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। পুলহাটস্থ মেসার্স জিয়া অটো রাইস মিল, আউলিয়াপুর, সদর, দিনাজপুর ও মেসার্স বেঙ্গল অটো রাইস মিল, মাঝিপাড়া, সদর, দিনাজপুর কারখানা ২টিতে উক্ত কর্মসূচী পালন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচী বাস্তবায়নে বিভিন্ন জাতের ফলদ যেমন আম এবং ঔষধি গাছ যেমন নিম ও ঘৃতকুমারি রোপণ করা হয়।

উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপমহাপরিদর্শকের কার্যালয়, দিনাজপুর জেলার উপমহাপরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান, আঞ্চলিক শ্রম দপ্তর, শ্রম অধিদপ্তর, দিনাজপুর এর উপ পরিচালক মোহাঃ আবুল বাসার। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, দিনাজপুর এর শ্রম পরিদর্শক (সাধারণ) মোঃ জুলফিকার আলী ও মোঃ জাহাঙ্গীর আলম এবং শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) সুদীপ্ত রায় অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন। আঞ্চলিক শ্রম দপ্তর, শ্রম অধিদপ্তর, দিনাজপুর এর শ্রম কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম ও হুমায়ুন কবীর অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন। মেসার্স জিয়া অটো রাইস মিল এর পক্ষে উপস্থিত ছিলেন একাউন্টস অফিসার বাবুল রায় ও ব্যবস্থাপক মোঃ মেজবাউল আলম। মেসার্স বেঙ্গল অটো রাইস মিল এর পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম, সহকারি ব্যবস্থাপক মোঃ সেলিম আহমেদ এবং সহকারি ব্যবস্থাপক (একাউন্টস) মোঃ জাকির হোসেন।

এই পাতার আরো খবর -
১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়