ঢাকারবিবার , ১৩ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়োগের দাবিতে স্থানীয় শ্রমিকদের সংবাদ সম্মেলন

দিনাজপুর বার্তা
জুন ১৩, ২০২১ ৩:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

পার্বতীপুর সংবাদদাতা ॥ দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে স্থানীয় অভিজ্ঞ শ্রমিকদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন শনিবার বেলা ১২ টায় কয়লাখনি বাজার সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে এর আয়োজন করে ‘বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটি” নামে নিয়োগ প্রার্থী শ্রমিকদের একটি সংগঠন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান। তিনি বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাওয়ার আগে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দেয়া হবে বলে ঘোষনা দেয়া হয়েছিলো। কিন্তুু দীর্ঘদিন অতিবাহিত হলেও এখনো তা বাস্তবায়ন করা হচ্ছে না। কয়লাখনি ও তাপবিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন করতে গিয়ে ভূমি অধিগ্রহণসহ অন্যান্য অবকাঠামো নির্মানের কারণে স্থানীয় অনেক পরিবার তাদের বসত বাড়ি হারিয়ে ছিন্নমূল মানুষে পরিনত হয়েছেন। এদের অনেকে এখন পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছেন।
নিয়োগের দাবিতে আন্দোলনরত এসব মানুষকে কর্তৃপক্ষ একাধিকবার নিয়োগ প্রদানের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। অবিলম্বে স্থানীয় শ্রমিকদের নিয়োগ প্রদান করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী দেন বক্তারা। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাইদ, আরিফুল ইসলাম, কমিটির অন্যান্য সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।