দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
পঞ্চগড়ে আধুনিকতার স্পর্শে মহিষের গাড়ি বিলুপ্তির পথে
মোফাচ্ছিলুল মাজেদ ফেব্রুয়ারি ১১, ২০১৮, ৯:৪৪ অপরাহ্ণ | পড়া হয়েছে ১,৪৭৯ বার |

পঞ্চগড় ঘুরে একরামুল মুন্না: পঞ্চগড়ে আধুনিকতার স্পর্শে মহিষের গাড়ি বিলুপ্তির পথে। লাল সবুজের বাংলাদেশের গ্রাম থেকে শহরের রস্তাঘাটে দেখা যেত এই দৃশ্য। কিন্তু এখন আর এই দৃশ্য চোখে পরেনা। কালের আবর্তে হারিয়ে যেতে বসেছে গরু/মহিষের গাড়ি। আধুনিকতার স্পর্শে ও বিজ্ঞানের নতুন নতুন আবিস্কারের ফলে মানুষের জীবনে এসেছে নানা পরিবর্তন। বাংলার ইতিহাসের সঙ্গে জড়িত রয়েছে গরু/মহিষের গাড়ি। সন্ধান করতে গেলে এক সময় পরিবহন ব্যবস্থার অন্যতম ছিল এই গাড়ি।

পঞ্চগড় সদর উপজেলার ইসলামপুর গ্রামের ৭৫ বছর বয়সি মো: সলেমান আলী আঞ্চলিক ভাষায় বলেন, আগত মুই বিহার বারির কাজত এই গাড়ি নিয়েহেনে কত ভাড়া গেইছু। তবে আগের মত এলা এই গাড়ির আর কদর নাই। মোর ট্রাক্টর কিনিবার টাকা নাই তাতে মুই অনেক কষ্টে এই গাড়ি দিহেনে এলাও মাল বহন করেছু।

 

 

এই পাতার আরো খবর -
১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১৩ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫৩ অপরাহ্ণ
এশা রাত ৭:০৯ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO