দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

বিলুপ্ত ছিটমহলে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ক্লাব
মোফাচ্ছিলুল মাজেদ এপ্রিল ১৭, ২০১৮, ৮:৩০ অপরাহ্ণ | পড়া হয়েছে ৭২৪ বার |

মো: একরামুল হক মুন্না,
পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের বিলুপ্ত গাড়াতি ছিটমহলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ক্লাব স্থাপন করা হয়েছে। ওই ক্লাবে বিলুপ্ত ছিটমহলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন সুযোগ সুবিধা রাখা হয়েছে। ক্লাবটি পরিচালনার জন্য বিলুপ্ত ছিটমহলে এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। একটি বিদেশি সাহায্য সংস্থার অর্থায়নে অঙ্গীকার সমাজ উন্নয়ন সংস্থা এই ডিজিটাল ক্লাব স্থাপন করে।
গতকাল দুপুরে অঙ্গীকারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির নির্বাহী পরিচালক মালেকা ইয়াসমিন। এসময় তিনি আরও জানান এই ক্লাবের মাধ্যমে বিলুপ্ত ছিটমহলের যুবক যুবতীরাই এখন নিজেদের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, নারীদের শেলাই মেশিন প্রশিক্ষণ, নৈশ বিদ্যালয় স্থাপন ও ঝরে পড়া শিশুদের জন্য বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে।

এই পাতার আরো খবর -
৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়