দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
গণমাধ্যমকে এড়িয়ে চলছে অর্জেন্টিনা দল!
মোফাচ্ছিলুল মাজেদ মার্চ ২৫, ২০১৭, ১১:৪২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে ৬০২ বার |

দিনাজপুর বার্তা২৪স্পোর্ট// এসেকিয়েল লাভেস্সিকে নিয়ে গণমাধ্যমে আসা সেই প্রতিবেদনের রেশ এখনও কাটেনি। চিলির বিপক্ষে বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচের আগে তাই গণমাধ্যমকে এড়িয়ে চলছে অর্জেন্টিনা দল!

আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় নিজেদের মাঠে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা।

গত নভেম্বরে কলম্বিয়াকে ৩-০ ব্যবধানে হারানোর পর গণমাধ্যমের সঙ্গে আর কথা না বলার সিদ্ধান্ত জানান মেসিরা। লাভেস্সি গাজা টেনেছেন-এমন প্রতিবেদন প্রকাশ করা হলে সতীর্থের পাশে থাকতে ওই সিদ্ধান্ত নেয় অর্জেন্টিনা দল।

তারপরও গণমাধ্যমকর্মীরা সোমবার বুয়েনস আইরেসের বিমানবন্দরে এসেছিলেন চিলির বিপক্ষে ম্যাচ নিয়ে দলের সঙ্গে কথা বলার জন্য। কিন্তু কেউ কথা বলেননি। কোচ এদগার্দো বাউসা অবশ্য গণমাধ্যমকর্মীদের আশ্বস্ত করেন, টিম মিটিংয়ের সময় সিদ্ধান্ত বদলের জন্য মেসিদের বোঝাবেন তিনি।

গণমাধ্যমকে এড়িয়ে গেছেন মেসি-মাসচেরানোও। বার্সেলোনা থেকে গত মঙ্গলবার আর্জেন্টিনায় আসার পর নাকি দুজনে রানওয়ে থেকে গাড়িতে চেপে টিম হোটেলের পথে রওনা দেন বলে স্থানীয় গণমাধ্যমে বলা হয়।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আর্জেন্টিনা পঞ্চম স্থানে রয়েছে। চিলির অবস্থান চতুর্থ।

এই পাতার আরো খবর -
১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১৩ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫৩ অপরাহ্ণ
এশা রাত ৭:০৯ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO