দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

জেলা প্রশাসক ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ করলেন হুইপ ইকবালুর রহিম এমপি
মোফাচ্ছিলুল মাজেদ এপ্রিল ১৬, ২০১৭, ১:১৯ অপরাহ্ণ | পড়া হয়েছে ৯৪৮ বার |

দিনাজপুর বার্তা২৪.কম: জেলা প্রশাসক দিনাজপুর আয়োজিত দিনাজপুর জিমন্যাসিয়ামে চতুর্থ জেলা প্রশাসক ব্যাডমিন্টন টুর্ণামেন্ট সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে

দিনাজপুর ব্যাডমিন্টন ফাউন্ডেশনের সহ-সভাপতি সাজেদুর রহমান শিলুর সভাপতিত্বে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি পুরস্কার বিতরণ করতে গিয়ে বলেন, খেলার মান উন্নয়নে দিনাজপুরের ঐতিহ্যবাহী বড় ময়দানকে সংস্কার করা হবে। দিনাজপুরের ক্রীড়া অঙ্গনকে আমি সাজিয়ে তোলার চেষ্টা করেছি। খেলার মান উন্নয়নে এবং খেলোয়াড়দের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে ইতিমধ্যে ৪শত জন খেলোয়াড়কে বিভিন্ন ইভেন্টে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দিনাজপুর জিমন্যাসিয়ামকে সংস্কার করা হয়েছে এবং দিনাজপুর স্টেডিয়ামকে একটি আধুনিক স্টেডিয়াম হিসেবে নির্মাণ করা হয়েছে। দিনাজপুরে খেলাধুলার মান উন্নয়নে ব্যবসায়ী এবং সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রাব্বী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন রোটাঃ শামীম কবির। জেলা প্রশাসক ব্যাডমিন্টন টুর্ণামেন্টে ৪৮টি দল অংশ গ্রহণ করে। তার মধ্যে তিনটি গ্রুপের মধ্যে উন্মুক্ত খেলায় চ্যাম্পিয়ন হয় হারুনুর রশিদ মুন-শামীম কবির, জুনিয়র দল চ্যাম্পিয়ন হয় ইমন-তানজিদ, রানার্স আপ হয় প্রিয়-আদি এবং চুড়ান্ত খেলায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয় জেলা প্রশাসক মীর খায়রুল আলম ও তার সহযোগি হারুনুর রশিদ মুন, রানার্স আপ হয় এডিসি (সার্বিক) গোলাম রাব্বাী ও তার সহকারী কলিন আহমেদ। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এই পাতার আরো খবর -
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৫ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৬ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৬ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়