দিনাজপুর বার্তা ২৪.কম : দিনাজপুরের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ও সফল ঠিকাদার উত্তর বালুবাড়ী নিবাসী নুরুল ইসলাম (নুরু) এর স্বরনে “নুরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০১৭” এ আজকের খেলার বিজয়ী হয়েছে নবাবগঞ্জ জুনিয়র স্পোর্টিং ক্লাব ।
আজ শনিবার বিকেলে বালুবাড়ী ব্রাইট স্টার ক্লাবের আয়োজনে দিনাজপুর মহারাজা গিরিজানাথ স্কুল মাঠে মরহুম বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০১৭ এর কোয়ার্টার ফাইনাল খেলায় নবাবগঞ্জ জুনিয়র স্পোর্টিং ক্লাব বনাম মানু স্মৃতি ফুটবল একাডেমি দিনাজপুর এর সাথে প্রতিদ্বন্দিতায় মাঠে নামে। খেলায় নবাবগঞ্জ জুনিয়র স্পোর্টিং ক্লাব ৪-১ গোলে গোবিন্দগঞ্জ খেলোয়াড় কল্যান সমিতিকে পরাজিত করে।
আজকের খেলার শুভ উদ্বোধন করেন দিনাজপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা, এসময় দিনাজপুর ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ইবনে রজব, শহর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহ মোঃ রেজাওয়ান-উর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, ফুটবল টুর্ণামেন্ট কমিটির আহবায়ক মাসুদ রানা নয়ন ও সদস্য সচিব মো: রাকিবুল হাসান সবুজ সহ রাকিব, আকাশ, সোহাগ ও ব্রাইট ষ্টার ক্লাবের কর্মকর্তাবৃন্দ দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন।
“নুরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০১৭” এর আহবায়ক মাসুদ রানা নয়ন জানান টুর্ণামেন্টে দেশের বিভিন্ন জেলার মোট ১২টি দল অংশগ্রহন করছে। টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে নগদ ৫০ হাজার টাকা ও একটি ট্রফি এবং রানার- আপ দলকে নগদ ৩০ হাজার টাকা ও একটি ট্রফি প্রদান করা হবে। প্রতিটি খেলার ম্যান অব দ্যা ম্যাচ খেলোয়াড়কে ১ হাজার টাকা সহ টুর্ণামেন্টের সেরা খেলোয়ার ও সর্বোচ্চ গোলদাতাকে নাবিল পরিবহনের পক্ষথেকে ৩ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে।