ঢাকাসোমবার , ৩ ডিসেম্বর ২০১৮
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

মিরাজ এবার ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে

মোফাচ্ছিলুল মাজেদ
ডিসেম্বর ৩, ২০১৮ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪ ডেক্স: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে গড়েছেন বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড। সেই পারফরম্যান্সে র‌্যাঙ্কিংয়েও আপাতত বাংলাদেশের সেরা বোলার মেহেদী হাসান মিরাজ। ক্যারিয়ারে প্রথমবার আইসিসি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা বিশে জায়গা করে নিয়েছেন তরুণ এই অফ স্পিনার।
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৫৮ রানে ৭ উইকেট নিয়েছেন মিরাজ, দ্বিতীয় ইনিংসে ৫৯ রানে ৫টি। ১১৭ রানে ১২ উইকেট নিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন ১৪ ধাপ। ক্যারিয়ার সর্বোচ্চ ৬৯৬ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন ১৬তম স্থানে।
র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের পরের দুই বোলারই নেমে গেছেন এক ধাপ করে। মিরপুর টেস্টে ৪ উইকেট নিয়েও এক ধাপ পিছিয়ে সাকিব আছেন ২১তম স্থানে। ৩ উইকেট নিয়ে তাইজুল ইসলাম এক ধাপ পিছিয়ে নেমেছেন ২২ নম্বরে।
বোলিংয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবসময়ের সেরা অবস্থান সাকিবের। ২০১০ সালের ২০ ডিসেম্বর উঠেছিলেন সাত নম্বরে
বোলিংয়ের মতো ব্যাটিংয়েও ঠিক ২১তম অবস্থানে আছেন সাকিব। মিরপুর টেস্টের একমাত্র ইনিংসে ৮০ রান করে বাংলাদেশের অধিনায়ক এগিয়েছেন সাত ধাপ।
দুই ধাপ পিছিয়ে ছাব্বিশে নেমেছেন মুমিনুল হক, সাত ধাপ পিছিয়ে আটাশে মুশফিকুর রহিম। তবে দারুণ সেঞ্চুরিতে ১৫ ধাপ এগিয়ে মাহমুদউল্লাহ উঠেছেন ক্যারিয়ার সেরা ৪৮ নম্বরে।
অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সাকিব ধরে রেখেছেন শীর্ষস্থান, ব্যবধান বাড়িয়ে নিয়েছেন দুইয়ে থাকা রবীন্দ্র জাদেজার সঙ্গে। আগের ৫ রেটিং পয়েন্টের ব্যবধান মিরপুর টেস্ট শেষে হয়েছে ১৫।
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে দলীয় র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ পেয়েছে ৮ পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ৬ পয়েন্ট। ৭০ পয়েন্ট নিয়ে দলীয় র‌্যাঙ্কিংয়ে আটে থাকা ক্যারিবিয়ানদের সঙ্গে নয়ে থাকা বাংলাদেশের ব্যবধান এখন কেবল ১ পয়েন্ট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।