স্টাফ রিপোর্টার ॥ এশিয়ান রোল বল ফেডারেশন কর্তৃক আয়োজিত তৃতীয় এশিয়ান রোল বল চ্যাম্পিয়ানশীপ-২০১৯ অনুষ্ঠিত হয় ভারতের গোয়া শহরে। উক্ত খেলায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের ১০টি অংশগ্রহণ করে এবং বাংলাদেশ রানার্স আপের কৃতিত্ব অর্জন করে।
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির পৃষ্ঠপোষকতায় এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সাউথ এশিয়া গেমস এ দিনাজপুর থেকে গত ২১ ফেব্র“য়ারী থেকে ২৪ ফেব্র“য়ারী ভারতে গোয়া শহরে ৪ জন মহিলা রোল বল খেলায় অংশগ্রহণ করে।
জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম উক্ত ৪ জন মহিলা রোলবল খেলোয়াড় নওশিন তাবাসসুম, বর্ষা আক্তার, রুশা বেগম ও বৃষ্টি রানী রায়কে সংবর্ধনা প্রদান করেন। এসময় দিনাজপুরের কোচ মোঃ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম বলেন, দিনাজপুরের মেয়েরা সারা বিশ্বে দিনাজপুরের নাম উজ্জ্বল করেছে। আগামীতে তারা আরো ভালো খেলা প্রদর্শন করে দেশের সুনাম বয়ে আনবে।