
দিনাজপুর বার্তা২৪.কম ডেস্ক : দেশের ফুটবলের উন্নয়নে লক্ষ্যে প্রতিভাবান ফুটবল খেলোয়াড় খুজে বের করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তৃণমুল পর্যায়ে প্রতিভা অন্বেষন কর্মসুচি হাতে নিয়েছে। এই কর্মসুচির আওতায় দিনাজপুর ষ্টেডিয়ামে দুইদিনব্যাপী বাফুফের প্রশিক্ষকরা বাছাই কার্যক্রম পরিচালনা করেন। আজ সমাপনী দিনে বয়সভিত্তিক অনুর্ধ -১৫ , অনুর্ধ – ১৬ ,অনৃর্ধ -১৭ বছর বয়সী প্রতিবাভান ফুটবলারদের বাছাই করা হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে দিনাজপুর জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে স্থানীয় ষ্টেডিয়ামে দুইদিনব্যাপী বাছাই কার্যক্রমে দিনাজপুরের ১৩ উপজেলা থেকে ২৬৫ তরুন ফুটবলার অংশ নেয়। বাছাই কার্যক্রম পরিচালনা করেন বাফুফের প্রশিক্ষক মো: ওহাব আলী ও মো: মেহেদী হাসান সিদ্দিকী ।
দিনাজপুর জেলা ফুটবল এসেসিয়েশনের সভাপতি গোলাম নবী দুলাল,সহ সভাপতি আব্দুস সাত্তার, তাজুল ইসলাম,ফিরোজ বাবু,শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাছাই কার্যক্রমে অংশ নেওয়া ক্ষুদে ফুটবলাররা জানিয়েছে সুযোগ পেলে তারা তাদের যোগ্যতা প্রমানে সব রকম চেষ্ট করবে। ভবিষতে তারা ঢাকা লীগসহ জাতীয় টিমে খেলার স্বপ্ন লালন করে প্রতিভাবান ফুটবলার
বাফুফে প্রশিক্ষক মো: মেহেদী হাসান সিদ্দিকী জানালেন, বয়সভিত্তিক প্রতিভাবান খেলোয়াড়দেও নিয়ে বাফুফের দীর্ঘমেয়াদী আবাসিক প্রশিক্ষন ক্যাম্পে বাছাইকৃতদের প্রশিক্ষন শেষে তাদের নিয়ে যুব দল গঠন করা হবে।
এদিকে প্রতিভাবান ফুটবল খেলোয়াড় তৈরী করতে বাফুফের এই উদ্যোগকে স্বাগত জানিয়েনে জেলা ফুটবল এসোসিয়েশনের সহসভাপতি আব্দুস সাত্তার।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রতিভা অন্বেষন কর্মসুচির আওতায় বয়সভিত্তিক অনুর্ধ -১৫ , অনুর্ধ – ১৬ ,অনৃর্ধ -১৭ বছর বয়সী প্রতিবাভান ফুটবলারদের নিয়ে দীর্ঘমেয়াদী ক্যাম্প করা হবে।