ঢাকাশনিবার , ১ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

আলোক স্বল্পতার কবলে বাংলাদেশ

দিনাজপুর বার্তা
মে ১, ২০২১ ৩:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ পাল্লেকেলেতে চলতি দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে শুক্রবার বাংলাদেশের বোলাররা আলোর দেখা পেয়েছেন। মাত্র ১টি উইকেট শিকার করতে পারলেও দুই সেশনে এখন পর্যন্ত আরও ৫ উইকেটের পতন হয়েছে। তবে দুই সেশন পরেই বন্ধ হয়ে গেছে খেলা। প্রথমে বৃষ্টিতে এক দফা খেলা বন্ধ থাকে। এরপর আলোকস্বল্পতায় আবার বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত খেলা শুরু করা সম্ভব না হওয়ায় দিনের খেলার সমাপ্তি টানা হয়। দিনের শুরুতেই গতকালের অপরাজিত সেঞ্চুরিয়ান লাহিরু থিরিমান্নেকে ১৪০ রানে থামিয়েছেন তাসকিন আহমেদ। তার ২৯৮ বলের ইনিংসে ১৫টি বাউন্ডারি ছিল।আরেক অপরাজিত ব্যাটসম্যান ওসাদা ফার্নান্দো তিন অঙ্ক ছুঁতে পারেননি। তাকে ৮১ রানে প্যাভিলিয়নের পথ দেখান মেহেদি মিরাজ। উইকেটের পেছনে ক্যাচ নেন লিটন দাস। তাসকিনের বাকি দুই শিকার অ্যাঞ্জেলো ম্যাথুজ (৫) এবং পাথুম নিশাঙ্কা(৩০)। তাইজুলের ঘূর্ণিতে ধনাঞ্জয়া ডি সিলভা মাত্র ২ রান করে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন। লঙ্কানদের সংগ্রহ যখন ৬ উইকেটে ৪৩৬ রান, তখন হানা দেয় বৃষ্টি। বন্ধ হয়ে যায় খেলা। এরপর কিছু সময়ের জন্য খেলা শুরু হলেও লঙ্কানরা ৪৬৯ রান তুলতে আবার বন্ধ হয়ে যায়। কারণ সেই আলোকস্বল্পতা। এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি। ডিকাভেলা ৬৪* এবং মেন্ডিস ২২* রানে অপরাজিত আছেন। তাসকিন আহমেদ নিয়েছেন ৩ উইকেট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।