ঢাকাশনিবার , ২২ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

ফের আগের জায়গায় ফিরে যাচ্ছেন সাকিব

দিনাজপুর বার্তা
মে ২২, ২০২১ ৩:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফিরেছিলেন সাকিব আল হাসান। ফিরেই নিজের পছন্দের ব্যাটিং অর্ডার হারিয়েছিলেন এই অলরাউন্ডার। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ফের আগের জায়গায় ফিরে যাচ্ছেন তিনি। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিন ম্যাচেই সাকিবকে তিন নম্বরে ব্যাটিং করতে দেখা যাবে। শুক্রবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘অবশ্যই, সাকিব তিন নম্বরে ব্যাটিং করবে।’ গত বিশ্বকাপে তিন নম্বরে নেমে সাকিব প্রমাণ করেছেন এই পজিশনে তিনি কতটা যোগ্য। ৮ ইনিংসে ২ সেঞ্চুরি ও ৫ হাফসেঞ্চুরিতে ৬০৬ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ছিল ৮৬.৫৭! ইংল্যান্ডে বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। শুধু ইংল্যান্ড বিশ্বকাপেই নয়, বাংলাদেশ দলে তিন নম্বরে সবচেয়ে সফল সাকিব। দেশের জার্সিতে এই পজিশনে ২৩ ওয়ানডেতে দুটি সেঞ্চুরি ও ১১ হাফসেঞ্চুরিতে ৫৮.৮৫ গড়ে তার সংগ্রহ ১ হাজার ১৭৭ রান। সাকিবের এই সাফল্য তার প্রতি ভক্তদের প্রত্যাশা বাড়িয়ে দিচ্ছে কিনা এমন প্রশ্নে তামিমের উত্তর, ‘অবশ্যই। প্রত্যাশা অবশ্যই বেশি থাকবে। তবে মনে রাখতে হবে, সাকিব বিশ্বকাপে যা করেছে, সেটা ব্যতিক্রমী। আমি তো চাইবো, প্রতি ম্যাচেই অমন হোক, সেও চাইবে। তবে এটা তো প্রতি ম্যাচে সম্ভব না। একটা ছেলে ৮-৯ ম্যাচে ৬০০ রান করে ফেলেছে, এটা তো আসলে সচরাচর দেখা যায় না।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রত্যাবর্তন সিরিজ ভালো কাটেনি সাকিবের। তবে তামিমের আশা, শ্রীলঙ্কা সিরিজে ভালো করবেন সাকিব, ‘টেনশনের ব্যাপার নেই। আমি নিশ্চিত সে ভালো করবে। এক নম্বর, সে এখানে (তিন নম্বরে) ভালো করেছে। সে সেটি চালিয়ে যাবে। তবে শুধু বিশ্বকাপের কথা যদি চিন্তা করেন, আর ভাবেন ওই ৬০০ রানের কথা, এভাবে করে ক্রিকেট খেলাটা একটু কঠিন। যদি এভাবে না হয়, তাহলে প্যানিক করার কিছু নেই, আমি নিশ্চিতভাবেই প্যানিক করবো না।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।