
দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ সময়ের সেরা ক্রিকেটারের তালিকা করতে গেলে বিরাট কোহলি, স্টিভেন স্মিথ ও রোহিত শর্মার নাম থাকবে ওপরের দিকে। তাদের সামনে বিশ্বের প্রায় বোলারদের দিতে হয় কঠিন পরীক্ষা। তিনজনের বিপক্ষেই বল করেছেন মোহাম্মদ আমির। হঠাৎ অবসরে যাওয়ায় পাকিস্তানি পেসার কার বিপক্ষে বোলিংয়ে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন, সেটাই জানিয়েছেন এক সাক্ষাৎকারে। ভারতের দুই সেরা ব্যাটসম্যান কোহলি ও রোহিতের বিপক্ষে আমিরের সবচেয়ে ভালো স্মৃতি ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল। দুজনকেই আউট করেছিলেন বাঁহাতি পেসার। অন্যদিকে অম্লমধুর স্মৃতি আছে স্মিথের সঙ্গে। এই তিনজনের বিপক্ষে খেলতে গিয়ে ভারতীয় দুই ব্যাটসম্যান কোহলি ও রোহিতকে সামলানো কঠিন মনে হয়নি তার খুব একটা। আর স্মিথ? এইখানেই আমির জানিয়েছেন, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের বিপক্ষে তাকে ভুগতে হয়েছে কতটা। কোহলি-রোহিত প্রসঙ্গে আমিরের বক্তব্য, ‘এই দুজনের (কোহলি-রোহিত) কারও বিপক্ষে বল করা আমার কাছে শক্ত মনে হয়নি। বলতে গেলে, তাকে (রোহিত) বল করা আমার কাছে সহজই লেগেছে। আমার মনে হয়, আমি তাকে দুইভাবেই আউট করতে পারবো। বাঁহাতি পেসারের ইন-সুইঙ্গারে যেমন সে সংগ্রাম করে, তেমনি বাইরের বলেও।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমি আসলে বলবো বিরাটকে বোলিং করা কিছুটা শক্ত, কারণ কঠিন পরিস্থিতিতেও সে দারুণ। যদিও এই দুজনের কারও বিপক্ষে বল করতে গিয়ে আমার কঠিন কিছু লাগেনি।’ তবে আমিরকে ভুগতে হয়েছে স্মিথের বিপক্ষে। পাকিস্তানি পেসারের কঠিন ব্যাটসম্যান এই অস্ট্রেলিয়ান, ‘স্টিভ স্মিথকে বল করা আমার কাছে সবচেয়ে কঠিন লেগেছে। কারণ তার টেকিনক খুব জটিল। ও এমন অ্যাঙ্গেলে দাঁড়ায় যে আপনি বুঝতে পারবেন না কেথায় আসলে বল করবেন।’