
দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ টেস্ট সিরিজ এগিয়ে আনতে ইংল্যান্ডকে অনুরোধ করেছে বিসিসিআই, ইংলিশ ও ভারতীয় গণমাধ্যমে আসা এই খবর উড়িয়ে দিয়েছেন ইসিবির এক মুখপাত্র। জানিয়েছেন, ভারত ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক এমন কোনো অনুরোধ করা হয়নি। ইএসপিএনক্রিকইনফো, দা গার্ডিয়ানসহ অনেক গণমাধ্যমেই বৃহস্পতিবার খবর আসে, স্থগিত হওয়া আইপিএল সেপ্টেম্বরে শেষ করতে ইসিবিকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি এক সপ্তাহ এগিয়ে আনার অনুরোধ করেছে বিসিসিআই। ওইদিনই ইংলিশ বোর্ডের এক মুখপাত্র টাইমস অব ইন্ডিয়াকে জানান, এমন কোনো কিছুই ঘটেনি। পূর্ব সূচি অনুযায়ীই আয়োজন করা হবে এই সিরিজ। “অনেক বিষয় নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে নিয়মিত কথা বলি আমরা, বিশেষ করে কোভিড-১৯ চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে। তবে (সিরিজের) সূচি পরিবর্তন করা নিয়ে আমরা আনুষ্ঠানিক কোনো অনুরোধ পাইনি। সূচি অনুযায়ীই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি আয়োজনের পরিকল্পনা করছি আমরা।” করোনাভাইরাসের হানায় গত ৪ মে স্থগিত করে দেওয়া হয় আইপিএল। টুর্নামেন্টের বাকি থাকা ৩১ ম্যাচ এ বছরই আয়োজন করতে চায় ভারত। কিন্তু সেপ্টেম্বর ছাড়া তাদের হাতে নেই আর কোনো সময়। আগের সূচিতে ইংল্যান্ড সিরিজ ১৪ সেপ্টেম্বর শেষ হলে আইপিএলের জন্য পর্যাপ্ত সময় পাবে না তারা।