ঢাকাশনিবার , ২২ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

সরকারবিরোধী আন্দোলন: কোপা আমেরিকা হচ্ছে না কলম্বিয়ায়

দিনাজপুর বার্তা
মে ২২, ২০২১ ৩:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ শঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। আসন্ন কোপা আমেরিকার দুই স্বাগতিকের একটি কলম্বিয়ায় সরকারবিরোধী আন্দোলন মাথাচাড়া দেওয়ায় দেশটি থেকে টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হয়েছে। দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন (কনমেবল) বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। তবে কলম্বিয়ায় যে ম্যাচগুলো হওয়ার কথা ছিল সেগুলো এখন কোথায় হবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। “কনমেবল নিশ্চিত করছে, ২০২১ কোপা আমেরিকার আয়োজন ঠিক থাকবে। কলম্বিয়ায় যে ম্যাচগুলো হওয়ার কথা ছিল, সেগুলো কোথায় হবে তা আগামী কয়েক দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে।” আরেক স্বাগতিক আর্জেন্টিনা প্রয়োজনে পুরো টুর্নামেন্ট একাই আয়োজনের জন্য প্রস্তুত বলে কদিন আগে জানান দেশটির প্রেসিডেন্ট আলবের্তো ফের্নান্দেস। দক্ষিণ আমেরিকার মহাদেশ সেরা ফুটবল প্রতিযোগিতাটি মূলত হওয়ার কথা ছিল গত বছর। তবে বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীতে তা এক বছর পিছিয়ে যায়। আগামী ১৩ জুন শুরু হওয়ার কথা টুর্নামেন্টটি, চলবে ১০ জুলাই পর্যন্ত। ফাইনালসহ ১৫টি ম্যাচ হওয়ার কথা ছিল কলম্বিয়ায়, ১৩টি আর্জেন্টিনায়। টুর্নামেন্টটির ১০৫ বছরের ইতিহাসে এবারই প্রথম দুই দেশের যৌথ আয়োজনে হওয়ার কথা ছিল আসরটি। তবে, সমস্যা হয়ে দাঁড়ায় গত এপ্রিল থেকে কলম্বিয়া জুড়ে চলা বিক্ষোভ। এই আন্দোলনে এ পর্যন্ত মারা গেছেন অন্তত ১৫ জন। এরই মধ্যে আন্তঃমহাদেশীয় ক্লাব টুর্নামেন্টের বেশ কয়েকটি ম্যাচ কলম্বিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্যারাগুয়ে ও একুয়েডরে। কলম্বিয়ায় চলমান বিক্ষোভ গত এপ্রিলে শুরু হয়েছিল মূলত সরকারের কর পরিকল্পনার বিরোধিতায়, পরবর্তীতে যদিও সেটা বাতিল হয়ে গেছে। তবে সেই আন্দোলন বেড়ে এখন রূপ নিয়েছে আয় বৃদ্ধি, পুলিশি নির্যাতনের বিচার ও তরুণ সমাজের জন্য যথাযথ সুযোগ তৈরির দাবিতে। কলম্বিয়া অবশ্য কোপা আমেরিকা বছরের শেষ দিকে সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল। তবে সেটি ফিরিয়ে দেয় কনমেবল। প্রাথমিকভাবে ১২ দল নিয়ে হওয়ার কথা ছিল এবারের আসর। কিন্তু মহামারীকালে সব সূচি এলোমেলো হয়ে যাওয়ায় টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নেয় ‘অতিথি’ দুই দল কাতার ও অস্ট্রেলিয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।