ঢাকাবৃহস্পতিবার , ২৭ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবারের মত সিপিএলে আমির

দিনাজপুর বার্তা
মে ২৭, ২০২১ ৩:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ প্রথমবারের মত ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। আগামী আসরে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলবেন আমির। আগামী আগস্টে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে হতে যাওয়া ঐ আসরের জন্য ট্রাইডেন্টসের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন আমির। এমন খবর নিজেই নিশ্চিত করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আমির লিখেন, ‘প্রথমবারের মত সিপিএলে খেলবো। নতুন চ্যালেঞ্জের জন্য উন্মুখ হয়ে আছি।’ ক্যারিয়ারে এ পর্যন্ত ১৯০টি টি-টুয়েন্টি ম্যাচে ২২০ উইকেট নিয়েছেন আমির। টি-টুয়েন্টিতে স্পেশালিস্ট বোলারের তকমা আগেই পেয়েছেন তিনি। ইকোনমি মাত্র সাত। এ দিকে, পাকিস্তানের আরেক খেলোয়াড় শোয়েব মালিককে দলে নিয়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। সবচেয়ে বেশি পাঁচবার ফাইনাল খেলেও শিরোপা জিততে পারেনি দলটি। তবে এ দলের হয়ে ২০১৯ সালে টানা ১১ ম্যাচ জয়ে অবদান ছিলো মালিকের। সিপিএলে নতুন দল পেয়েছেন নেপালের স্পিনার সন্দীপ লামিচান। আগামী আসরে ত্রিনবাগো নাইট রাইডার্সে খেলবেন তিনি। সিপিএলে চতুর্থ দল তার। গত তিন মৌসুমে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস, বার্বাডোজ ও জ্যামাইকা তালাওয়াসের হয়ে মাঠে নেমেছিলেন লামিচান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।