ঢাকাবৃহস্পতিবার , ২৭ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

চ্যাম্পিয়নশিপ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ: ম্যা গড়াতে পারে ৬ দিনে

দিনাজপুর বার্তা
মে ২৭, ২০২১ ৩:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ আগামী ১৮ জুন সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ঐ টেস্টের ফল ড্র হলে কি হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। আগামী পহেলা জুন ক্রিকেটের নিয়ন্ত্রন সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বৈঠক রয়েছে। সেই বৈঠকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ম্যাচ ড্র হলে, কি হবে, সেটি চূড়ান্ত করবে আইসিসি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ড্র হলে, প্রথমে সিদ্ধান্ত হয়েছিল- পাঁচদিনের ম্যাচ ছয়দিনে হবে। অর্থাৎ, পাঁচ দিনে যদি ম্যাচের ফলাফল না হয়, তবে এক দিন বেশি খেলা হবে। তবে পরে সেই নিয়ম বাতিল করে দেয় আইসিসি। এরপর সিদ্বান্ত হয়েছিলো ম্যাচ ড্র হলে ফাইনালের দুই দলকেই জয়ী ঘোষণা করা হবে। তবে ইংল্যান্ডে বৃষ্টি হতে পারে, সেই ভাবনায়, টেস্টের দৈর্ঘ্য একদিন বাড়ানোর চিন্তা করছে আইসিসি। এমনটা জানিয়েছেন আইসিসির এক কর্মকর্তা, ‘বৃষ্টি কথা মাথায় রেখে ষষ্ঠ দিন খেলা হতে পারে। আবহাওয়া যাতে কোনও ভাবে খেলার ফলাফলকে প্রভাবিত করতে না পারে সেই জন্যই এমন সিদ্বান্ত হতে পারে।’ তবে ফাইনাল নিয়ে চূড়ান্ত পহেলা জুন জানাবে আইসিসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।