ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডে নতুন ভূমিকায় স্যামি

দিনাজপুর বার্তা
জুন ২৪, ২০২১ ২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে এবার নতুন ভূমিকায় দেখা যাবে বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামিকে। তবে সেটা ক্রিকেটে নয়, ক্রিকেট বোর্ডে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) স্বাধীন নন-মেম্বার পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে দেশটিকে বিশ্বকাপ জেতানো অধিনায়ককে। ড্যারেন স্যামির সঙ্গে আরো দুজনকেও বোর্ডে যুক্ত করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে বোর্ডের পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার দুই বছরের মেয়াদে স্যামিসহ তিনজনকে নিযুক্ত করা হয়েছে। নিজ দেশের ক্রিকেটে নতুন দায়িত্ব পেয়ে বেশ রোমাঞ্চিত স্যামি। তিনি বলেন, ‘সিডব্লিউআই-এর একজন পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়া সম্মানের। মাঠের বাইরে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে নতুন উপায়ে সেরাটা দেওয়ার এটি আমার জন্য আরেকটি দারুণ সুযোগ। আমার সব ধরণের ক্রিকেট অভিজ্ঞতা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে গুরুত্বপূর্ণ সক্রিয় প্রভাব রাখতে আমাকে প্রস্তুত করেছে। এখানকার ক্রিকেটে অবদান রাখার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত ও কৃতজ্ঞ। আমার ভালোবাসার খেলা ও আমার অঞ্চলকে কিছু ফিরিয়ে দিতে মুখিয়ে আছি।’ এখনো ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দেননি স্যামি। তবে দীর্ঘদিন ধরে ক্যারিবীয় দলে নেই তিনি। ক্রিকেটের চেয়ে এখন অন্য ভূমিকায় দেখা মিলছে তাঁর। যেমন- পাকিস্তান সুপার লিগের দল পেশাওয়ার জালমির প্রধান কোচ তিনি। গত মে মাসে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল সেন্ট লুসিয়া জুকসের অধিনায়কত্ব ছেড়ে দায়িত্ব নিয়েছেন ক্রিকেট পরামর্শক ও শুভেচ্ছা দূতের। এবার দায়িত্ব পেলেন দেশের ক্রিকেট বোর্ডে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।