ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

না খেলেই যে কারণে ওয়ানডে দল থেকে বাদ পড়লেন সৌম্য

দিনাজপুর বার্তা
জুন ২৪, ২০২১ ২:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই ওয়ানডেতে সৌম্য সরকারকে নিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের পর্যবেক্ষণের অন্ত নেই। কখনো ৭ নম্বরে তো কখনো ৩ নম্বরে। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ পাননি। এবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড থেকেই বাদ পড়লেন। সর্বশেষ সিরিজে একাদশে না থেকেও বাদ পড়ার কারণ ব্যাখা করেছেন প্রধান নির্বাচক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে সৌম্যকে ব্যাট হাতে ৭ নম্বর পজিশনে খেলানো ও বল হাতে কিছু ওভার করিয়ে নিতে চেয়েছে টিম ম্যানেজমেন্ট। ৩ ম্যাচ মাত্র এক ম্যাচে ব্যাট হাতে সুযোগ পান (রান আউট হন ৭ রান করে)। নিউজিল্যান্ড সফরেই আবার উঠে আসেন তিন নম্বর পজিশনে, তবে এ দফা হন ব্যর্থ। তিন ম্যাচে সাকূল্যে রান ৩৩। তবে শ্রীলঙ্কা বিপক্ষে ঘরের মাঠের সিরিজে স্কোয়াডে থাকলেও জায়গা মেলেনি একাদশে। এবার জিম্বাবুয়ে সফরে সুযোগ পেয়েছেন কেবল টি-টোয়েন্টি স্কোয়াডে। আজ ঘোষিত স্কোয়াড নিয়ে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে প্রধান নির্বাচক জানালেন মূলত টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই বাদ পড়তে হল সৌম্যকে। একজন বাড়তি বাঁহাতি স্পিনার চেয়েছে দল। নান্নু বলেন, ‘এখানে আমরা ছোট একটা পরিবর্তন এনেছি। টিম ম্যানেজমেন্টের একটা চাওয়া ছিল, বাড়তি একজন বাঁহাতি স্পিনার দেওয়ার। সেটা চিন্তা করে বাঁহাতি স্পিনার হিসেবে তাইজুলকে নেওয়া হয়েছে। যার কারণে, সেখান থেকে সৌম্যকে আমরা সরিয়েছে। তার সঙ্গে ব্যাটসম্যান হিসেবে সোহানকে এনেছি। মিডল অর্ডারের ব্যাটসম্যান হিসেবে।’ এদিকে নাজমুল হোসেন শান্তকে সাম্প্রতিক সময়ে তিন ফরম্যাটেই সুযোগ দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তবে নিউজিল্যান্ড সফরের পর সুযোগ মিলছে কেবল টেস্টেই। এবারও জিম্বাবুয়ে সফরে কেবল টেস্টই খেলার সুযোগ মিলবে। শান্ত প্রসঙ্গে প্রধান নির্বাচকের ব্যাখ্যা, ‘শান্ত তিন সংস্করণেই আমাদের পুলে আছে। কিছু সময় ওর খারাপ গিয়েছিল এইজন্য ওকে বাইরে রেখেছি আমরা। ও আমাদের টেস্ট দলে আছে। আশা করছি ফর্মে ফিরলে ওকে খুব তাড়াতাড়ি সাদা বলের ক্রিকেটেও যুক্ত করা যাবে। আমাদের পুলে যে কয়জন খেলোয়াড় আছে তাদের সব সময় একটা নার্সিংয়ের মধ্যে রাখা হয়। যারা এখানে আছে তাদের খুব ভালোভাবেই তৈরি করা হচ্ছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।