ঢাকারবিবার , ২৭ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপের পরেও সাউথগেটকে ছাড়তে রাজি নন ইংল্যান্ড

দিনাজপুর বার্তা
জুন ২৭, ২০২১ ৩:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ চলমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কিংবা আগামী বছর কাতার বিশ্বকাপে ইংল্যান্ডের ফলাফল যাই হোক না কেন, কোচ গ্যারেথ সাউথগেটের সাথে আর এক বছর চুক্তি রয়েছে ইংলিশদের। কিন্তু ইতোমধ্যেই সাউথগেটের উপর আস্থা অর্জনকারী ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এই চুক্তি ২০২২’র পরেও বৃদ্ধি করার আগ্রহ প্রকাশ করেছে। এ সম্পর্কে এফএ প্রধান মার্ক বুলিংহ্যাম বলেছেন, ‘তিনি জানেন আমরা তার কাজে দারুন খুশি। আমরা চাচ্ছি তিনি যাতে আরো কিছুদিন আমাদের সাথে থাকে।’ এই মুহূর্তে ইংল্যান্ডের মূল লক্ষ্য জার্মানির বিপক্ষে মঙ্গলবার ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ১৬’র হাই ভোল্টেজ ম্যাচে নিজেদের এগিয়ে নিয়ে যাবার। কিন্তু প্রত্যাশ রয়েছে অন্তত ২০২৪’র ইউরো পর্যন্ত সাউথগেটকে দলে রেখে দিতে। বুলিংহ্যাম বলেন, ‘আমাদের সমর্থন তার সাথে অটল রয়েছে। আমরা শতভাগ গ্যারেথের পাশে রয়েছি। ইউরোর পর আনুষ্ঠানিকভাবে আমরা এ ব্যপারে আলোচনা শুরু করবো। কিন্তু এই মুহূর্তে আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো সে যাতে আরো কিছুদিন আমাদের সাথে থাকে।’ ইউরো ২০১৬ সালে আইসল্যান্ডের কাছে শেষ ১৬’তে পরাজিত হয়ে বিদায় নেবার পর স্যাম অলড্রিচের সংক্ষিপ্ত সময়ের পর ইংল্যান্ডের দায়িত্ব নিয়েছিলেন। রয় হজসনের স্থলাভিষিক্ত অলড্রিচ মাত্র একটি ম্যাচে ইংল্যান্ডের কোচে দায়িত্ব পালনের পর এফ’র সাথে বিতর্কে কাজ ছাড়তে বাধ্য হয়েছিলেন। ইংল্যান্ডের আগে ২০০৯ সালে তিন বছরের জন্য মিডলসবোরোর দায়িত্বে ছিলেন সাউথগেট। এরপর অনুর্ধ্ব ২১ দলের কোচের দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের বিশ্বকাপের সাউথগেটের অধীনে ইংল্যান্ড ২৮ বছরের ইতিহাসে প্রথমবারের মত সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল। এবারের ইউরোর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ওয়েম্বলিতে। আর ঘরের মাঠের এই সুবিধাকে কাজে লাগিয়ে ১৯৬৬ সালের পর প্রথম বড় কোন টুর্নামেন্টের শিরোপা ঘওে তোলার হাতছানি এখন ইংলিশদের সামনে। আর সেটা করে দেখাতে পারলে নি:সন্দেহে তার বড় কৃতিত্বই পাবেন সাউথগেট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।