ঢাকাবুধবার , ৩০ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

সিটিতে আরও এক বছর খেলবে ফের্নান্দিনিয়ো

দিনাজপুর বার্তা
জুন ৩০, ২০২১ ২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ ম্যানচেস্টার সিটিতে আরও এক বছর থাকছেন দলটির অধিনায়ক ও ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ফের্নান্দিনিয়ো। ২০২২ সালের জুন পর্যন্ত ৩৬ বছর বয়সী ফুটবলারের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি মঙ্গলবার এক বিবৃতিতে জানায় প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলটি। ২০১৩ সালে শাখতার দোনেৎস্ক থেকে সিটিতে যোগ দেওয়ার পর দলটির হয়ে ৩৫০ ম্যাচ খেলেছেন ফের্নান্দিনিয়ো। দলের চারটি প্রিমিয়ার লিগ ও ছয়টি লিগ কাপ জয়ে রেখেছেন অবদান। ইংল্যান্ডের দলটির হয়ে মোট ১২টি শিরোপা জিতেছেন তিনি। ব্রাজিলের হয়ে ২০১৯ কোপা আমেরিকা জয়ী এই ফুটবলার সিটির ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে চুক্তি নবায়নের ব্যাপারে নিজের অভিমত জানান। “আমার মনে হচ্ছে, এখানে আমার কাজ এখনও শেষ হয়নি। তাই আরও এক বছর এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি। দল যে লক্ষ্য অর্জনে কাজ করছে, তাতে সাহায্য করতে চায়।” “যদি এভাবেই মাঠ ও মাঠের বাইরে থেকে দলকে নেতৃত্ব দিতে পারি, উন্নতিতে সাহায্য করতে পারি এবং মাঠে আরও ভালো পারফর্ম করতে পারি তাহলে আমি হবো সবচেয়ে সুখী মানুষ।” আগামী ১৫ অগাস্ট স্বাগতিক টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে সিটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।