ঢাকাবৃহস্পতিবার , ১ জুলাই ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

নিজের দেশকেই এগিয়ে রাখছেন রোমান

দিনাজপুর বার্তা
জুলাই ১, ২০২১ ৩:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ দেশের মাটিতে কোপা আমেরিকায় রেকর্ড আর নেইমারদের সাম্প্রতিক ফর্মের জন্য অনেকের চোখে এবার ফেভারিট ব্রাজিল। তবে তাদের সঙ্গে দ্বিমত আছে হুয়ান রোমান রিকেলমের। আর্জেন্টিনার সাবেক এই প্লেমেকার এগিয়ে রাখছেন নিজের দেশকেই। তার মতে, লিওনেল মেসির উপস্থিতিই শিরোপা জয়ের লড়াইয়ে সবার চেয়ে এগিয়ে রাখছে আর্জেন্টিনাকে। কাছ থেকে মেসির আন্তর্জাতিক ফুটবলে পথচলার শুরুটা দেখেছেন রিকেলমে। ভালো করেই জানেন আর্জেন্টিনা অধিনায়কের সামর্থ্য। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সের ভাইস প্রেসিডেন্ট রিকেলমে জানান, নেইমার ছন্দে থাকলেও তার ফেভারিট লিওনেল স্কালোনির দল। “মেসি যতক্ষণ মাঠে আছে, কোপা আমেরিকা শিরোপা জয়ে আর্জেন্টিনাই ফেভারিট। নেইমার জিনিয়াস, তবে মেসি মেসিই। তাদের উপর আস্থা আছে।” আর্জেন্টিনার হয়ে ৫০ ম্যাচ খেলা রিকেলমে স্পেনে খেলেছেন বার্সেলোনা, ভিয়ারিয়ালে। দেশে আলো ছড়িয়েছেন বোকা জুনিয়র্সের হয়ে। নিজের সময়ে তিনি ছিলেন সেরা মিডফিল্ডারদের একজন। মাঠে থেকে খেলাটা পড়তে পারতেন খুব ভালো। বাইরে থেকে আর্জেন্টিনার উন্নতিটা ভালোভাবেই চোখে পড়েছে তার। “আমাদের আছে বিশ্বসেরা খেলোয়াড়। মেসি যখন দলে আছে, আমি দেখছি ওরা ভালো করছে। আশা করি, এবার সাফল্য ধরা দেবে এবং তারা শিরোপা জিতবে।” ৪ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ‘এ’ গ্রুপ সেরা আর্জেন্টিনা কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশ সময়ে ৪ জুলাই মুখোমুখি হবে একুয়েডরের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।