
পঞ্চগড় প্রতিনিধি:
অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে কিছুই মানি না, জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে পঞ্চগড় জেলার সাংস্কৃতিক কর্মীবৃন্দরা আজ সকাল ১০.৩০ মি: ঘটিকায় শহরের প্রাণ কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে সকলে মিলিত হয়ে প্রতিবাদ ও মানববন্ধন করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ও সম্মিলিত সাংস্কৃতিক এর সভাপতি মির্জা আবুল কালাম দুলাল সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুল, কমিনিষ্ট পার্টির জেলা সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, পঞ্চগড় আইনজীবির বার সেক্রেটারী মোঃ এরশাদ হোসেন সরকার, সদর থানা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল হোসেন, রবীন্দ্র সম্মিলিত পরিশোধের সভাপতি এন.এ হান্নার প্রমুখে। বক্তরা বলেন, আমরা সাংস্কৃতিক মনা, মৌলিক অধিকার এর মাধ্যমে সাংস্কৃতিক বিষয়টি মৌলিক অধিকার। আমরা চাই স্বাধীন বাংলায় স্বাধীন ভাবে শান্তিতে নিরাপদ ভাবে এদেশে বসবাস করতে পারি। আমরা সকলে একত্রিত হয়ে জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে রুখে দাড়ালে এরা কোন মতে তাদের লক্ষ্যে পৌছাতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় আমরা বর্তমানে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি।