হাওড়ে বন্যা সত্বেও বোরো সংগ্রহ অভিযান ব্যাহত হবে না-খাদ্য মন্ত্রী মোঃ এ্যাডভোকেট কামরুল ইসলাম
দিনাজপুর প্রতিনিধি ঃ খাদ্য মন্ত্রী মো : কামরুল ইসলাম বলেছেন সরকার যথাসময়ে বোরো সংগ্রহ অভিযান সফল করতে সক্ষম হবে। সরকার ইতিমধ্যে আন্তর্জাতিক বাজার থেকে চাল সংগ্রহ করার জন্য টেন্ডার আহবান করেছে।
আজ বুধবার দিনাজপুর জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে অভ্যন্তরীণ বোরো ২০১৭ সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। দিনাজপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভায় জেলা প্রশাসক মীর খায়রুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ বদরুল হাসান, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রংপুর বিভাগ মোঃ রায়হানুল কবির, দিনাজপুর জেলা চাল–কল মালিক গ্রুপের সভাপতি রেজা হুমায়ুন ফারুক প্রমূখ।
উক্ত সম্মেলনে খাদ্য মন্ত্রীর সামনে দিনাজপুর জেলার মিল মালিকদের সাথে জেলা খাদ্য বিভাগের ১০ হাজার মেট্রিক টন চাল সরবরাহের চুক্তি সাক্ষরিত হয়।
Related