ঢাকারবিবার , ১ মার্চ ২০২০
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

একটি দেশের ভাষা এবং সংস্কৃতির ধারক-বাহক জাতীয় সংগীত——- দিনাজপুর জেলা প্রশাসক

মোফাচ্ছিলুল মাজেদ
মার্চ ১, ২০২০ ১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি….” আমাদের জাতীয় সংগীত, আমাদের এক অস্থিত্বের নাম উল্লেখ করে দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম বলেন, প্রতিটি স্বাধীন দেশের ভাষা এবং সংস্কৃতির ধারক-বাহক সে দেশের জাতীয় সংগীত। ভাষার ও স্বাধীনতার সঙ্গে জাতীয়তাবোধকে জাগ্রত করতে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন করতে হবে। জাতীয় সংগীত কোন ভাবেই ভুল গাওয়া যাবে না। পুরোপুরি সঠিক উচ্চারণে ও শুদ্ধ সুরে গাইতে হবে। গাওয়ার সময় জাতীয় সংগীতের প্রতি যথাযথ সম্মানও দেখাতে হবে। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই একদিন সোনার বাংলা গড়বে। তারাই দেশ পরিচালনা করবে। সেভাবেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে হবে। শনিবার (২৯ ফেব্রুয়ারি ) সকালে বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবশেন প্রতিযোগিতা-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম উপরোক্ত কথা গুলো বলেন। আলোচনা সভা শেষে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবশেন প্রতিযোগিতা বেলুন-ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজায়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মোঃ মাহফুজুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলম। জেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবশেন প্রতিযোগিতায় ক বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মেলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, খ বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দিনাজপুর কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজ এবং গ বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দিনাজপুর সরকারি কলেজ। প্রতিযোগিতায় দিনাজপুরের ১৩টি উপজেলার ৩টি বিভাগে ৩৯টি দল অংশগ্রহণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।