স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে নারী শিক্ষার অগ্রগতি, মাতৃস্বাস্থ্যের উন্নয়ন, জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়নে বাংলাদেশে অনেক অগ্রগতি সাধিত হয়েছে। তবে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমরা এখনও অনেক পিছিয়ে। আমাদের আরও এগুতে হবে। আর এর জন্য সস্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। আমাদের দেশের প্রতিটি সেক্টরে নারীদের অংশগ্রহণ অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও বলেন, আমরা যদি আমাদের মা-বোনের দিকে তাকাই তাহলে নারীর প্রতি শ্রদ্ধাবোধ অনেকাংশে বেড়ে যাবে। এতে নারী নির্যাতন একবারেই কমে আসবে। ধীরে ধীরে সর্বক্ষেত্রে নারী-পুরুষের সমতা নিশ্চিত হচ্ছে, আরও হবে।
৮ মার্চ রবিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিকেলে শহরের গোর এ শহীদ বড় ময়দানে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত নারী উন্নয়ন মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্ণাঢ্য এক র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর নেতৃত্বে রঙবেরঙের ফেষ্টুন, ব্যানারে সজ্জ্বিত ও নানান শ্লোগানে মুখরিত র্যালিতে শতশত নারী-পুরুষ অংশগ্রহণ করে। র্যালি শেষে শহরের গোর এ শহীদ বড় ময়দানে নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন তিনি।
মেলার উদ্বোধন অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সালেহ মো. মাহফুজুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নেহার সুলতানা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা তারিকুন বেগম লাবুন, এমবিএসকে’র নির্বাহী প্রধান মিসেস রাজিয়া হোসেন প্রমুখ।
ডে কেয়ার কর্মকর্তা রেজভিন শারমিনাজ ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা অধিদপ্তরের উপ পরিচালক মো. মোর্শেদ আলী খান। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।