দিনাজপুর প্রতিনিধিঃ
করোনাভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতির কারণে গত মঙ্গলবার থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব প্রতিষ্ঠান, মেলা, সভা, সমাবেশ, ইসলামী জালসা, হাম-রুবেলা টিকার ক্যাম্পেইন, খেলাধুলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার।
নোভেল করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে সরকারী নির্দেশনা মোতাবেক জনসমাগম বন্ধে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র “নবাবগঞ্জ জাতীয় উদ্যান” ও পিকনিক স্পট“স্বপ্নপুরী” আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার জানান, সরকারী নির্দেশনা অনুসারে পর্যটন কেন্দ্র নবাবগঞ্জ জাতীয় উদ্যানে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সেখানে কোন পিকনিক কিংবা জন সমাবেশ করা যাবে না। এ বিষয়ে স্বপ্নপুরীর স্বত্ত্বাধিকারী দেলোয়ার হোসেন জানান, “আমরা এখন পর্যন্ত সরকারী কোন পরিপত্র পাইনি, তবে করোনা সংক্রমন যাতে না হয় সে কারণে স্বপ্নপুরী একই ভাবে বন্ধ ঘোষনা করা হয়েছে।