ঢাকামঙ্গলবার , ২০ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

হৃদরোগে আক্রান্ত মুরালিধরন হাসপাতালে

দিনাজপুর বার্তা
এপ্রিল ২০, ২০২১ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ রোববার কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন লঙ্কান গ্রেট ও সানরাইজার্স হায়দরাবাদ বোলিং কোচ মুত্তিয়া মুরালিধরন। এরপর ভর্তি হন হাসপাতালে। পরে জানা গেছে, হৃদযন্ত্রের ব্লক সারাতে এরইমধ্যে অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হয়েছে সাবেক এই স্পিনারকে। মুরালির অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে চেন্নাইয়ের কাভেরি হাপসাতালে। জানা গেছে, এখন তার অবস্থা স্থিতিশীল। আইপিএলে আসার আগে থেকেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন মুরালি। শ্রীলঙ্কাতে এ নিয়ে চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন। এ ব্যাপারে সানরাইজার্স প্রধান নির্বাহী শানমুগানাথান ক্রিকবাজকে বলেছেন, ‘শ্রীলঙ্কায় থাকতেই তিনি হৃদযন্ত্রের ব্লক নিয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলেন। তাকে প্রাথামিকভাবে বলা হয় যে, স্টেন্ট বসানোর দরকার নেই। কিন্তু চেন্নাইয়ের হাসপাতালে তাকে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে বলা হয়। তিনি দ্রুতই এরপর সেটি করিয়ে ফেলেছেন। এখন ভালো আছেন। আশা করছি, কিছুদিনের মধ্যেই মাঠে ফিরতে পারবেন।’ টেস্টের প্রথম ৮০০ উইকেট শিকারি মুরালি গত শনিবারই ৪৯ বছরে পা দিয়েছেন। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে তার উইকেট ১ হাজার ৩৪৭টি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।