
গাজায় ইসরাইলিদের বর্বরচিত নৃশংস গণহত্যা এবং আল আকসা মসজিদে হামলার প্রতিবাদে ১৭ মে সোমবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দিনাজপুর প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এর সাথে ছাত্র মৈত্রী দিনাজপুর জেলা শাখা সংহতি প্রকাশ করে। এই কর্মসূচীতে বক্তব্য রাকেন ওয়াকার্স পার্টির দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হবিবর রহমান ও জেলা সম্পাদক মন্ডলীর সদস্য রবিউল আউয়াল খোকা, ছাত্র মৈত্রীর সভাপতি বিপ্লব চন্দ্র রায়, সাধারণ সম্পাদক আসতারুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তাগণ অবিলম্বে গাজায় ইসরাইলী আগ্রাসন এবং নিরীহ মানুষদের উপর বর্বরচিত হামলা বন্ধের জোর দাবী জানান। প্রেস বিজ্ঞপ্তি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।